Thursday, June 1, 2023

বাগমারায় গার্ল গাইড এসোসিয়েশনের মহা তাঁবু জলসা অনুষ্ঠিত

নিউজ রাজশাহী ডেস্কঃ এসো গাইড করি, সুন্দর জীবন গড়ি” প্রতিপাদ্যকে ঘিরে রাজশাহীর বাগমারায় ৮ম উপজেলা গাইড ক্যাম্প ২০২২ উপলক্ষে মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার চাঁনপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষে দিন ব্যাপি মহা তাঁবু জলসার আয়োজন করেন বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশন বাগমারা উপজেলা শাখা। মহা তাঁবু জলসায় উপজেলা ৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭৯ জন গার্ল গাইড অংশ গ্রহণ করে। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় গার্ল গাইড কমিশনার, চাঁনপাড়া আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা খাতুন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, বাংলাদেশ গার্ল গাইড রাজশাহী অঞ্চলের আঞ্চলিক কমিশনার সিরাজুম মনিরা, শ্রেষ্ঠ রেঞ্জার গাইডার রোজিনা আফরোজ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আসাদুল ইসলাম সান্টু, মাস্টার আব্দুস সালাম খাঁন, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশন বাগমারা শাখার সাধারণ সম্পাদক সাহানাজ বেগম, ট্রেজারার নাসরিন আক্তার, গাইডার কহিনুর বানু। এতে উপস্থিত ছিলেন শিক্ষক মকবুল হোসেন, গোলাম কিবরিয়া, আবু বক্কর সিদ্দিক, বাগমারার রেঞ্জার গাইডার সরদার রিফা ওয়াইজা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়