Friday, June 2, 2023

বাগমারায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

নিউজ রাজশাহী ডেস্কঃ রাজশাহীর বাগমারায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার এ.এফ.এম আবু সুফিয়ান এর সাথে বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, রাশেদুল হক ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, কপিরাইট সম্পাদক মাহফুজুর রহমান প্রিন্স, সাবেক সভাপতি আলতাফ হোসেন, ইউসুফ আলী সরকার, সদস্য এস.এম. সামসুজ্জোহা মামুন, আবু বাক্কার সুজন, জিল্লুর রহমান দুখু, আনোয়ার হোসেন বাবু, ফারুক আহমেদ, রতন কুমার প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গণমাধ্যম কর্মীরাই জাতির বিবেক। তাঁদের মাধ্যমে বিভিন্ন বিষয় সম্পর্কে লোকজন প্রকৃত ঘটনা জানতে পারে। অনেক উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার বিষয়ে সাংবাদিকদের মাধ্যমে প্রশাসন অবগত হয়ে থাকে। প্রশাসনের একার পক্ষে সকল ব্যাপারে খোঁজ খবর রাখা সম্ভব হয় না। উপজেলার সার্বিক উন্নয়নে জন্য মতবিনিময় সভার মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার এ.এফ.এম আবু সুফিয়ান ।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়