
নিউজ রাজশাহী ডেস্কঃ রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) নবনির্বচিত সভাপতি এসএম আব্দুল মুগণী নীরো ও সাধারন সম্পাদক মোঃ আবু হেনা মোস্তফা জামান।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল সোয়া ১০টায় বিভাগীয় কমিশনারের দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান সভাপতি ও সাধারণ সম্পাদক। সেই সাথে রাজশাহী রিপোর্টার্স ইউনিটির নির্বাচিত কমিটির পূর্ণাঙ্গ তালিকার একটি কপি বিভাগীয় কমিশনারের হাতে তুলে দেয়া হয়।
সাক্ষাতকালে বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ বলেন, রাজশাহী সুন্দর ও শান্তির নগরী। এখানে বড় ধরনের প্রাকৃতিক দূর্যোগ নেই বললেই চলে। তবে রাজশাহীতে মাদক একটি বড় সমস্যা । মাদকের কারণে যুব সমাজ বিপথে পরিচালিত হচ্ছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবকদের তাদের সন্তানের দিকে নজর দিতে হবে। দেশ ও জাতীর কল্যানে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য পরামর্শ দেন তিনি।
এসময় আরআরইউ-এর সাংবাদিকগণ চরমাঝারদিয়ার মানুষের জীবনযাপন, রাস্তাঘাট, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার সার্বিক চিত্র তুলে ধরেন। চরমাঝারদিয়ার মানুষের সবচেয়ে বড় সমস্যা যাতায়াত।
বিভাগীয় কমিশনার চরমাঝারদিয়ার মানুষের যাতায়াতের জন্য একটি নৌকার ব্যবস্থা করে দেবার আশ্বাস দেন।
আরআরইউ-এর নবনির্বাচিত নেতৃবৃন্দ সহ উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিভাগীয় কমিশনার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদ রানা রাব্বানী, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আহম্মদ মোস্তফা শিমুল, অর্থ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম রাহিদ, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহীম হোসেন সম্রাট, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মোজাম্মেল হক রনি, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মোঃ রুমেল, নিবাহী সদস্য মোঃ মিজানুর রহমান টনি, সদস্য মোঃ রাজিব আলী সরকার রাতুল, অভিলাষ দাস তমাল, মোঃ সারোয়ার জাহান বিপ্লব এহেসান হাবিব তারাসহ প্রমূখ।