25.4 C
New York
মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
spot_imgspot_imgspot_imgspot_img

পবা উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

নিউজ রাজশাহী ডেস্কঃ আগামী ৪ ডিসেম্বর বাংলাদেশ কৃষক লীগ রাজশাহী জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৫ নভেম্বর) সে উপলক্ষে পবা উপজেলা শাখার আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। নওহাটা মহিলা কলেজ মিলনায়তনে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা শাখা কৃষক লীগের আহবায়ক অধ্যক্ষ মো. তাজবুল ইসলাম।

পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পবা উপজেলা কৃষক লীগের সভাপতি মো. ওয়াজেদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরওয়ারে আলম মানিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সদস্য নজরুল ইসলাম, আসাদুল ইসলাম দুখু, বাগমারা উপজেলা শাখা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার বাবু (আট বাবু, উপজেলা শাখার সহ-সভাপতি মুন্তাজ আলী, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ রানা, অর্থ-সম্পাদক আব্দুস সালাম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন নওহাটা পৌর কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম শাফি ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পারিলা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সিনিয়র সহ-সভাপতি সুজন কবির, সহ-সভাপতি জিল্লুর রহমান সামাদ, হরিয়ান ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোস্তাক আলী ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, হুজুরীপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, হরিপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মাসাদুল ইসলাম স্বপন ও সাধারণ সম্পাদক সোহেল রানা।

আরো উপস্থিত ছিলেন দামকুড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুক্তারুল ইসলাম মুকুল, হড়গ্রাম ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মাসুম আলম, বড়গাছী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক রুবেল আহম্মেদ, সদস্য ইব্রাহিম কাজী, আমিনুল ইসলামসহ কৃষকলীগের নেতৃবৃন্দ।

এদিকে পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পবা উপজেলা শাখা কৃষক লীগের সভাপতি মো ওয়াজেদ আলী খাঁন আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ কৃষক লীগ রাজশাহী জেলা শাখার সম্মেলনে সকলের দোয়া ও সমর্থন চেয়ে সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করেন।

spot_imgspot_imgspot_imgspot_img
আজকের রাজশাহী
spot_imgspot_imgspot_imgspot_img

বিনোদন

- Advertisment -spot_img

বিশেষ প্রতিবেদন

Discover more from News Rajshahi 24

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading