Monday, October 2, 2023
AdvertismentGoogle search engineGoogle search engine

আরএমপি ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

নিউজ রাজশাহী ডেস্কঃ রাজশাহী মহানগরীতে ২০৫ পিস ইয়াবা-সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান আরএমপি মিডিয়া মুখপাত্র রফিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃত মতিউর রহমান (৫৫) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম বালিয়া এলাকার মৃত আঃ সামাদের ছেলে।

জানা যায়, গতকাল ২৪ নভেম্বর রাত ৮ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্ব এসআই এএসএম সাইদুজ্জামান ও তার টিম রাজশাহী মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি পরিচালনা করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম বালিয়া এলাকায় এক ব্যক্তি ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত সাড়ে ৮ টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ২০৫ পিচ ইয়াবাসহ মতিউর রহমানকে আটক করে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজশাহী বিভাগ

Leave a Reply

সর্বশেষ খবর

সর্বাধিক জনপ্রিয়