22.1 C
Rajshahi
Wednesday, November 29, 2023
Advertismentspot_img

রাজশাহী সুগার মিলে আখ চাষিদের সাথে মতবিনিময়

নিউজ রাজশাহী ডেস্কঃ রাজশাহী সুগার মিলে ২০২২-২৩ আখ রোপণ ও মাড়াই মৌসুম উপলক্ষ্যে আখ চাষিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে রাজশাহী সুগার মিলস্ লি. হরিয়ান এর আয়োজনে রাজশাহী চিনি কল ট্রেনিং কমপ্লেক্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (গ্রেড-১) চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান অপুর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, শিল্প মন্ত্রণালয় নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ‌।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোঃ আয়েন উদ্দিন, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা লসমি চাকমা, পবা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য চলতি মৌসুমে রাজশাহীর হরিয়ান সুগার মিলে ৪ হাজার ৩৬ একর জমিতে আখ চাষ হয়ে ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ২৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৩২ কর্মদিবসে আখমাড়াই কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছে মিলকর্তৃপক্ষ।

রাজশাহী বিভাগ

Leave a Reply

সর্বশেষ খবর

- Advertisment -spot_img

সর্বাধিক জনপ্রিয়