
নিউজ রাজশাহী ডেস্কঃ রাজশাহীর পবার বড়গাছী ও দর্শনপাড়া ইউনিয়ন যুবলীগ এর কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) পবা উপজেলা যুবলীগ সভাপতি এমদাদুল হক ও সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মো. জিয়াউর রহমানকে বড়গাছী ইউনিয়ন যুবলীগ আহবায়ক, মো. আজমত আলী, মো. মাসুমকে যুগ্ম আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট এবং দর্শনপাড়া ইউনিয়ন যুবলীগ কমিটিতে মো. সারওয়ার জাহান মিল্টনকে আহবায়ক, মো. রবিউল ইসলাম, মো. মাসুম আল আরিফ ও রাকিবুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।