Tuesday, May 30, 2023

রাজশাহীতে হেরোইনসহ গ্রেপ্তার ৪

নিউজ রাজশাহী ডেস্কঃ রাজশাহী মহানগরী কাশিয়াডাঙ্গা মোড় হতে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে দুই নারী-সহ চার ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মো: রবিউল ইসলাম (২১), সে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাদারপুর এলাকার মো: গোলাম মোস্তফার ছেলে ও মো: রাকিবুজ্জামান (২২), সে একই এলাকার মো: আজিজুল হক বানুর ছেলে। মোসা: শিরিফা খাতুন (২৯), সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার নিচাধুমি এলাকার মো: আনারুলের স্ত্রী এবং একই এলাকার মোসা: বিজলী (৩৮), সে মো: রেন্টু আলীর স্ত্রী।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর, ২০২২ রাত পৌনে ১১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো: আশিক ইকবাল, এসআই মো: মিজানুর রহমান ও তার টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, গোদাগাড়ী হতে হেরোইন নিয়ে দুইজন মহিলা কাশিয়াডাঙ্গা মোড়ে অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপেক্ষিতে গোয়েন্দা পুলিশের ঐ টিম রাত ১১ টায় কাশিয়াডাঙ্গা মোড়ে অভিযান পরিচালনা করে দুই মহিলা-সহ আরও দুই ব্যক্তিকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার হয় এবং একটি মটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়