9.5 C
New York
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
spot_imgspot_imgspot_imgspot_img

রাজশাহীর ৩টি-সহ ৫৬ ইউপি-পৌরসভা নৌকার মাঝি হলেন যারা

নিউজ রাজশাহী ডেস্কঃ দেশের পাঁচ পৌর নির্বাচনে মেয়র এবং ৫১ ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। ডিসেম্বরের বিভিন্ন সময়ে অনুষ্ঠিত নির্বাচনে এসব প্রার্থী নৌকা প্রতীকে লড়বেন। রোববার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে এসব প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হয়।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে দলের সংবাদ বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়।

পৌরসভায় মনোয়ন পেলেন যারা

রাজশাহীর বাঘা পৌরসভায় শাহিনুর রহমান পিন্টু, নাটোর বনপাড়ায় কেএম জাকির হোসেন, পঞ্চগড়ের বোদায় আজাহার আলী, দিনাজপুরের বিরলে সবুজার সিদ্দিক সাগর এবং ফরিদপুরের আলফাডাঙ্গায় সাইফুর রহমান।

ইউনিয়ন পরিষদে মনোনয়ন পেলেন যারা

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীরা হলেন- রাজশাহীর পুঠিয়ার শিলমাড়িয়ায় সাজ্জাদ হোসেন (মুকুল) ও ভালুকগাছীতে জিল্লুর রহমান; দিনাজপুরের বিরলের রাজারামপুরে মুকুল চন্দ্র রায় ও পার্বতীপুরের পলাশবাড়ীতে মুহাম্মদ রুহুল আমীন; লালমনিরহাটের হাতীবান্ধার সিন্দুর্ণায় নুরুল আমিন; কুড়িগ্রামের মোগলবাসায় মাহফুজার রহমান; গাইবান্ধার সাঘাটার ঘুড়িদহে জাকির হোসেন; নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ীতে চাঁদ মাহমুদ ও মাঝগাঁওয়ে আব্দুল্লাহ্‌ আল আজাদ (দুলাল); কুষ্টিয়ার খোকসার বেতবাড়িয়ায় শফিকুল ইসলাম।

এছাড়াও পটুয়াখালীর দশমিনার রণগোপালদীতে আবদুল আজিজ; ভোলার চরফ্যাসনের জিন্নাগড়ে হোসেন মিয়া, আমিনাবাদে জামাল উদ্দিন ও নীলকমলে আলমগীর হাওলাদার; টাঙ্গাইলের ঘাটাইলের সন্ধানপুরে বেলাল, সংগ্রামপুরে আব্দুল মান্নান, রসুলপুরে কাজী মাহবুবউল হক (মাছুদ), লক্ষীন্দরে সাইদুর রহমান, ধলাপাড়ায় শফিকুল ইসলাম ও কালিহাতীর বাংড়ায় শফিকুল ইসলাম; ফরিদপুরের আলফাডাঙ্গার সদর ইউনিয়নে সোহরাব হোসেন বুলবুল, গোপালপুরে ইনামুল হাসান ও বুড়াইচে আব্দুল আলীম খান; ঢাকার সাভারের ইয়ারপুরে মোশারফ হোসেন মুসা; ময়মনসিংহের ফুলবাড়িয়ার দেওখোলায় ফরিদা ইয়াছমিন নিশি; হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের নুরপুরে সেবন মিয়া ও ব্রাহ্মণডোরায় হুসাইন মো. আদিল।

মৌলভীবাজারের জুড়ীর ফুলতলায় মাসুক আহমদ মাসুক; সুনামগঞ্জের দোয়ারাবাজারের সুরমায় তাজুল ইসলাম; কুমিল্লার বরুড়ার ভাউকসারে আহম্মেদ জামাল মাসুদ, শাকপুরে দেলোয়ার হোসেন, লাকসামের বাকই দক্ষিণে আবদুল আউয়াল, মুদাফ্‌ফরগঞ্জ উত্তরে শাহিদুল ইসলাম (শাহীন), মুদাফ্‌ফরগঞ্জ দক্ষিণে আবদুর রশিদ, লালমাইয়ের বাকই উত্তরে আইউব আলী, পেরুল উত্তরে আবু ছালেহ মো. কামাল হোসেন, নাঙ্গলকোটের রায়কোট উত্তরে রফিকুল ইসলাম মজুমদার, রায়কোট দক্ষিণে আবুল কালাম ভূঁইয়া, আদ্রা উত্তরে মোহাম্মদ তাজুল ইসলাম মজুমদার, আদ্রা দক্ষিণে আবু ইউসুফ, জোড্ডা পশ্চিমে আব্দুল হক ভূঁইয়া, জোড্ডা পূর্বে মোহাম্মদ নুরুল আফছার, বটতলীতে আবদুল জলিল, দৌলখাঁড়ে সৈয়দ মো. সাইফুর রহমান, দাউদকান্দির ইলিয়টগঞ্জ দক্ষিণে মামুনুর রশিদ ও দৌলতপুরে মাকসুদ আলম জমাদার।

চাঁদপুরের হাইমচরের গাজীপুরে হাবিবুর রহমান গাজী; নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নইয়ে দিলদার হোসেন, সদর ইউনিয়নে আতাউর রহমান ও ধর্মপুরে ছিদ্দিকুর রহমান এবং খাগড়াছড়ির দীঘিনালার সদর ইউনিয়নে বিদ্যুৎ রবন চাকমা।

spot_imgspot_imgspot_imgspot_img
আজকের রাজশাহী
spot_imgspot_imgspot_imgspot_img

বিনোদন

- Advertisment -spot_img

বিশেষ প্রতিবেদন

error: Content is protected !!

Discover more from News Rajshahi 24

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading