
নিউজ রাজশাহী ডেস্কঃ রাজশাহীতে মৎস্য চাষীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) সকালে মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় রাজশাহীর কাটাখালির একটি মৎস্য খামারে এ প্রশিক্ষণের আয়োজন করে ‘আশা’।
এ প্রশিক্ষণে অংশ নেন এলাকার ৩০ জন মৎস্য চাষী ও আশার মাঠ কর্মীরা। মৎস্য চাষ, ব্যবস্থাপনা ও নতুন উদ্যোক্তা সৃষ্টির বিষয়ে তাদের প্রশিক্ষণ দেয়া হয়।
আশার খাটাখালি শাখার আয়োজনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আশার সহকারি পরিচালক সবুজ কুমার চৌধুরী, আশার রাজশাহী জেলার ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক, আঞ্চলিক ব্যবস্থাপক ফজলুল হক ও কাটাখালি শাখা ব্যাবস্থাপক আয়নাল হক।