20.5 C
Rajshahi
Wednesday, November 29, 2023
Advertismentspot_img

নওগাঁয় প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

নিউজ রাজশাহী ডেস্কঃ নওগাঁয় ১৪ ও ১৬ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক সিমান্ত থেকে গত ৩ বছরে জব্দ হওয়া প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নওগাঁর পত্নীতলা উপজেলার ১৪ বিজিবি ব্যাটালিয়ন চত্বরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ধ্বংস হওয়া মাদকের মধ্যে ছিল ভারতীয় মদ, ফেনিসিডিল, নেশাজাতীয় সিরাপ ও ইনজেকশন, গাঁজা, নিষিদ্ধ ট্যাবলেট, ইয়াবা, হিরোইন, পাতার বিড়িসহ অন্যান্য।

প্রধান অতিথি হিসেবে এসব মাদকদ্রব্য ধ্বংস করেন, উত্তর-পশ্চিম রিজিয়নের রিজওয়ান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান।

এসময় রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ, নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার রাশেদুল হকসহ সামরিক ও অসামরিক প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এছাড়াও মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে বিজিবি কর্তৃক উদ্ধারিত ৬টি কষ্টিপাথরের মূর্তি ও তিনটি সিমেন্টের মূর্তি পাহাড়পুর প্রত্নতাত্বিক জাদুঘরে সংরক্ষণের জন্য হস্তান্তর করা হয়।

রাজশাহী বিভাগ

Leave a Reply

সর্বশেষ খবর

- Advertisment -spot_img

সর্বাধিক জনপ্রিয়