30 C
Rajshahi
Tuesday, November 28, 2023
Advertismentspot_img

তৃণমূল থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা, রাজশাহীর দানিয়েল

নিউজ রাজশাহী ডেস্কঃ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হয়েছেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি নক্ষত্র দানিয়েল।

সম্প্রতি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক পত্রে এই মনোনয়নের কথা জানানো হয়েছে।

নক্ষত্র দানিয়েল দীর্ঘদিন যাবত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতির সাথে সংশ্লিষ্ট। দলের প্রতি তার আনুগত্য ও কর্মতৎপরতার কারণে তাকে এ পদে মনোনীত করা হয়েছে বলে পত্রে উল্লেখ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০৪১ বাস্তবায়ন, শেখ হাসিনার ভ্যানগার্ড হিসাবে ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে নক্ষত্র দানিয়েল সর্বাত্মক অংশগ্রহণ করবেন বলে মনোনয়নপত্রে প্রত্যাশা ব্যক্ত করেছেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

উল্লেখ্য, নক্ষত্র দানিয়েল বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক হিসেবে এবং রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি রাজশাহীর বরেন্দ্র কলেজের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

রাজশাহী বিভাগ

Leave a Reply

সর্বশেষ খবর

- Advertisment -spot_img

সর্বাধিক জনপ্রিয়