
নিউজ রাজশাহী ডেস্কঃ রাজশাহী জেলা আওয়ামী লীগে ও সহযোগী অংগসংগঠনের আয়োজনে আগামী ২ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩.০০ টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হবে।
বিএনপির অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী (২ ডিসেম্বর) শুক্রবার বিকাল ৩.০০ টায় অলোকার মোড়স্থ রাজশাহী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভার আয়োজন করেছে রাজশাহী জেলা আওয়ামী লীগ।
উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে দলে-দলে যোগদানের জন্য রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে, জেলা পর্যায়ের আওয়ামী লীগের সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের নেতৃবৃন্দকে, জেলাধীন সকল উপজেলা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ নেতৃবৃন্দকে এবং আওয়ামী লীগের সর্বস্তরের সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের সাবেক নেতৃবৃন্দ এবং বর্তমান কমিটি সমূহের নেতৃবৃন্দ সহ দলীয় সকল নেতা-কর্মী এবং সমর্থকবৃন্দের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা।
এলক্ষে অত্র আমন্ত্রণবার্তাটি উল্লেখিত নেতৃবৃন্দ সহ সকলের উপস্থিতির লক্ষে অবগতির জন্য জানানো হলো।
বার্তা প্রেরক,
প্রদ্যুৎ কুমার সরকার
দপ্তর সম্পাদক
রাজশাহী জেলা আওয়ামী লীগ।