Tuesday, May 30, 2023

রাজশাহীতে বাঁশের লাঠি নিয়ে সামাবেশস্থলে বিএনপি কর্মীরা

নিজস্ব প্রতিবেদকঃ আগামীকাল শনিবার (৩ ডিসেম্বর) বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশকে ঘিরে দুইদিন আগে থেকেই সমাবেশ স্থলে আসতে শুরু করেছে বিএনপির নেতাকর্মীরা। এই সমাবেশ থেকে বর্তমান আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচুত্যু, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ সফল করার ডাক দেওয়া হবে।

এদিকে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ বলছেন এই সমাবেশকে ঘিরে বিএনপি নৈরাজ্য সৃষ্টিসহ সরকার ও রাষ্ট্রদ্রোহী বক্তব্য ও অপ্রচার শুরু করেছে।

বিএনপি রাজশাহীতে শান্তিপূর্ণ ভাবে গণসমাবেশ পালন করবে তাতেও সরকার ও পুলিশ দিয়ে তাদের হয়রানী ও পদে পদে সমাবেশে আসতে বাঁধা প্রদান করা হচ্ছে বলে দাবি করছেন। এছাড়াও রাজশাহী বিভাগে পরিকল্পিপ ভাবে গণপরিবহনের ধর্মঘটের ডাক দিয়ে সাধারণ মানুষসহ নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে।

তবে আজ শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে রাজশাহী নগরীর মাদ্রাসামাঠে সমাবেশে যাওয়ার সময় বিএনপির নেতাকর্মীদের হাতে কাঁচা বাঁশের লাঠি-সোটা নিয়ে সমাবেশে যোগদিতে দেখা গেছে। হাতে লাঠি নিয়ে যাওয়া সকলেই মধ্যবয়সী যুবক। এই সময় তাদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। তবে এই সময় ছবি উঠালে তাদের কারো কারো মাঝে উদ্বোগ দেখা গেছে।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়