Friday, September 22, 2023

ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে প্রাণ গেল একজনের

নিউজ রাজশাহী ডেস্কঃ হবিগঞ্জের বাহুবলে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে আ. শহিদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আদিত্যপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আদিত্যপুর গ্রামে ব্রাজিল সমর্থক টেনু মিয়ার ছেলে মুবাশ্বির ও আর্জেন্টিনা সমর্থক আ. শহিদের ছেলে রোকন মিয়ার মধ্যে খেলা নিয়ে ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আ. শহিদ হাওর থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের আতর আলী ও ফজর আলীসহ একদল লোক তাকে মারপিট করেন। পরে তার স্বজন ও প্রতিবেশীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান বলেন, ইতোমধ্যে আমরা খবর পেয়েছি, ব্রাজিল- আর্জেন্টিনার খেলা নিয়ে দ্বন্দ্বে একজনের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলের দিকে যাচ্ছি। বিস্তারিত তদন্ত করে বলা যাবে।

রাজশাহী বিভাগ

Leave a Reply

সর্বশেষ খবর

সর্বাধিক জনপ্রিয়