
নিউজ রাজশাহী ডেস্কঃ সোমবার ১৯ ডিসেম্বর ২০২২ দুপুর ২টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: আবু কালাম সিদ্দিক আরএমপি’র ট্রাফিক অফিস আকস্মিক পরিদর্শন করেন। এসময় তিনি নগরীতে যানজট নিরসন ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলে দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) জনাব সামসুন নাহার, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব অর্নিবান চাকমা-সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।