Friday, June 2, 2023

মোগলহাট স্থলবন্দর স্থাপনের চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মিনহাজুল হক বাপ্পী, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি লালমনিরহাটের মোগলহাট পরিদর্শন করে স্থলবন্দর স্থাপনের চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের জিরো পয়েন্টে এসে তিনি এসব কথা বলেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও সাধারণ) টি এম এ মমিন, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব, মোগলহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ জাহাঙ্গীর আলমসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজিবি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে তিনি মোগলহাট বিওপি ক্যাম্পে এসে চা চক্রে মিলিত হন।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়