Tuesday, May 30, 2023

র‍্যাব-৫ এর অভিযানে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও চার রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ১

নিউজ রাজশাহী ডেস্কঃ রাজশাহীর পুঠিয়া থানাধীন সাধুরমোড় নামক এলাকায় অপারেশন পরিচালনা করে দুটি বিদেশী পিস্তল, তিনটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫ ‌। গ্রেফতারকৃত ওই যুবকের নাম আল আমিন (২৪)। তিনি সারদা উপজেলার চকমুক্তারপুর সরকারপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহী সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন সাধুরমোড় গ্রামস্থ সাধুরমোড় ঈদগাহ মাঠের দক্ষিণ পার্শ্বে পাঁকা রাস্তার উপর ১জন ব্যক্তি অবৈধদ্রব্যসহ অবস্থান করছে।

উক্ত সংবাদ পেয়ে উক্ত ঘটনাস্থল পৌঁছামাত্রই র‍্যাবের‌ উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করে। এসময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে ঘটনাস্থলেই আটক করে। আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সে অবৈধভাবে উক্ত উদ্ধারকৃত পিস্তল, ম্যাগজিন ও গুলি অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল।

উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়