Sunday, September 24, 2023

আদিতমারীতে অগ্নিদগ্ধদের আর্থিক সহায়তা প্রদান

মিনহাজুল হক বাপ্পী, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

লালমনিরহাট আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া স্কুল অ্যান্ড কলেজ মোড় বাজারে অগ্নিকাণ্ডে দগ্ধ দোকানদারদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আমিনুল ইসলামের সভাপতিত্বে রোববার এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সিরাজুল হক খন্দকার প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্তদের এই সহায়তা প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়ন ইউপি সদস্য মোঃ মোস্তাকিম আলী মোঃ মেহেরুল ইসলাম চৌধুরী আব্দুর রহমান মুক্তিযোদ্ধা জোবেদ আলী কমান্ডার প্রমুখ।

ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক খন্দকারের উদ্যোগে রোববার ক্ষতিগ্রস্ত ছয় দোকান মালিককে ৩০ হাজার টাকা ও শীতবস্ত্র সহায়তা করা হয়েছে। উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া স্কুল অ্যান্ড কলেজ মোড় বাজারে ৬টি দোকান পুড়ে গিয়েছিল।

রাজশাহী বিভাগ

Leave a Reply

সর্বশেষ খবর

সর্বাধিক জনপ্রিয়