Tuesday, June 6, 2023

জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মিনহাজুল হক বাপ্পী, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

লালমনিরহাটে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (১ জানুয়ারি) সকাল ১০টায় লালমনিরহাট জেলা শহরের রেলওয়ে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

লালমনিরহাট সদর জাতীয় পার্টির সভাপতি এ্যাডঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ জাহিদ হাসান লিমন।

এর আগে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির কয়েক হাজার নেতা-কর্মী বর্ণাঢ্য র‌্যালী বের করে লালমনিরহাট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

সমাবেশে নেতৃত্ব দেন লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন। এ সময় লালমনিরহাট সদর জাতীয় পার্টির সভাপতি অ্যাড. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহাতাব আলী, লালমনিরহাট শহর জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ আলমগীর চৌধুরী, সদস্য সচিব রবিউল ইসলাম আউয়াল, জাতীয় পার্টি, জাতীয় মহিলা পার্টি, জাতীয় যুব সংহতি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, জাতীয় ছাত্রসমাজ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়