
নিউজ রাজশাহী ডেস্কঃ রাজশাহীর পবা থানা পুলিশের অভিযানে গরু চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চোরদের কাছ থেকে চুরি হওয়া ২টি গরু উদ্ধার হয়।
সোমবার (২ জানুয়ারী) পবা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ ফরিদুল ইসলাম ফরিদ এর দিক নির্দেশনায় পবা থানা পুলিশের নিয়মিত অভিযানে সন্ধ্যা সাড়ে ৫ টায় নগরীর বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা গ্রামের তোফার বাড়ী হতে চুরি হওয়া গরু ২টি উদ্ধার করে পবা থানা পুলিশ।
গ্রেফতারকৃত গরু চোর চক্রের সদস্যরা হলো: রাজশাহী মহানগরীর কর্ণহার থানার ধর্মঘাটা স্কুলপাড়ার মোঃ জাকারিয়ার ছেলে মোঃ মাহাবুব ইসলাম (৩২), বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা গ্রামের মোঃ তানছের মন্ডলের ছেলে মাহাববু ইসলাম সাইফুল (৫৮) ও একই গ্রামের মৃত ওয়াহেদের ছেলে মোঃ আবু বাক্কার (৬০)।
সোমবার রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ রফিকুল আলম।