5.9 C
New York
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
spot_imgspot_imgspot_imgspot_img

শীতার্ত অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন রাসিক মেয়র লিটন

নিউজ রাজশাহী ডেস্কঃ রাজশাহীতে শীতবস্ত্র নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার দুপুরে পৃথক দুটি প্রোগ্রামের মাধ্যমে সাড়ে তিন হাজার জন মানুষের মাঝে কবল বিতরণ করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

বেলা ১২টায় নগর ভবনের গ্রিনপ্লাজায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে রাজশাহী সিটি কর্পোরেশন। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ৪০০ জনের হাতে কম্বল তুলে দেন করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান। এর মাধ্যমে রাজশাহী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ৪০০জন, উলামা কল্যান পরিষদের ১০০০ জন, দিনের আলো হিজড়া সংঘের ২০০জন, বিজয় প্রতিবন্ধী সংঘের ২০০জন ও কিশোর ফুটবল একাডেমির ২০০জনকে কম্বল প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। চলতি মাসে আরো দুটি শৈত্য প্রবাহ হতে পারে। মানুষের শীতের কষ্ট লাঘবে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে সারাদেশে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। মানুষের প্রয়োজনে আমরা তাদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো।

এ সময় উপস্থিত ছিলেন উলামা কল্যান পরিষদ, রাজশাহীর সভাপতি মাওলানা আব্দুল গণি, সাধারণ সম্পাদক মুফতি ওমর ফারুক, রাজশাহী সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহবুবুল হক পাভেল, জোন কাউন্সিলর মুসলিমা বেগম বেলী, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন মুন প্রমুখ।

এদিকে খুলিপাড়া ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেড় হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ২৭নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক মনিরুজ্জামান মনি এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদৎ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নওশাদ, শ্রমিক নেতা আরিফ শেখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

spot_imgspot_imgspot_imgspot_img
আজকের রাজশাহী
spot_imgspot_imgspot_imgspot_img

বিনোদন

- Advertisment -spot_img

বিশেষ প্রতিবেদন

error: Content is protected !!

Discover more from News Rajshahi 24

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading