26.5 C
Rajshahi
Saturday, December 9, 2023
Advertismentspot_img

রাজশাহীতে ১নং ওয়ার্ড কাউন্সিলর কাপ নাইট ফুটবল প্রিমিয়ার লীগের উদ্বোধন করলেন শাহীন আকতার রেণী

নিউজ রাজশাহী ডেস্কঃ “ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে ২য় বারের মতো ১নং কাউন্সিলর কাপ নাইট ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় রায়পাড়া বালুর মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে কাউন্সিলর কাপের মুল আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আক্তার রেণী।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের ১নং ওর্য়াড কাউন্সিলর ও ২ নং প্যানেল মেয়র মো: রজব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; প্যানেল মেয়র ৩ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর তাহেরা খাতুন মিলি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ওয়াহেদুন নবী অনু, ২নং ওর্য়াড কাউন্সিলর নজরুল ইসলাম, ৪নং ওর্য়াড কাউন্সিলর রুহুল আমিন টুনু, ৫নং ওর্য়াড কাউন্সিলর কামারুজ্জামান কামরু।

কাশিয়াডাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ মো: মশিউর রহমান, কাশিয়াডাঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম গাউস, রাজশাহী মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, রাজশাহী জেলা কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কুদ্দুস খান, মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান প্রমুখ।

এবারে ১নং কাউন্সিলর কাপ নাইট ফুটবল প্রিমিয়ার লীগে দুইটি গ্রুপে ১২টি দল অংশগ্রহন করছে।

রাজশাহী বিভাগ

Leave a Reply

সর্বশেষ খবর

- Advertisment -spot_img

সর্বাধিক জনপ্রিয়