22.1 C
Rajshahi
Wednesday, November 29, 2023
Advertismentspot_img

নওহাটা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিদায় ও দায়িত্ব গ্রহণ

নিউজ রাজশাহী ডেস্কঃ রাজশাহীর পবা উপজেলার নওহাটা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুহীন রহমান এর পিআরএল (বিদায়) ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. তৈয়ব আলী এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার নওহাটা সরকারি ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ হলরুমে বিদায় ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন।

নওহাটা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুহীন রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ, পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন, সাবেক অধ্যক্ষ আশরাফ আলী দেওয়ান ও অধ্যক্ষ আবদুল খালেক।

নওহাটা সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক দেওয়ান মো. ফায়সাল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক আব্দুর রব বাবু, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আফসানা পারভীন, সাবেক সহকারী অধ্যাপক শিরিনা আকতার, প্রভাষক অমল কুমার সাহা, সহকারী অধ্যাপক নিলুফার সুলতানা শিউলী।

এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক, প্রভাষক, শিক্ষক বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

রাজশাহী বিভাগ

Leave a Reply

সর্বশেষ খবর

- Advertisment -spot_img

সর্বাধিক জনপ্রিয়