
স্টাফ রিপোর্টারঃ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, একটি অপারেশন দল ৮ জানুয়ারি ২০২৩ ইং তারিখ ১১:০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ডিগ্রী কলেজ এর উত্তর পাশের্^ সাইকেল গ্যারেজ এর সামনে আমগাছের নীচ ফাঁকা জায়গা হতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে বিদেশী পিস্তল- ২টি, ম্যাগাজিন-৪টি, গুলি-১০ রাউন্ড, মোটর সাইকেল- ১টি মোবাইল ফোন-২টি এবং সীমকার্ড- ৩টি সহ আসামী মোঃ দেলোয়ার হোসেন ,মিলন (২৬), পিতা-মোঃ রেজাউল করিম, মাতা-মোছাঃ গুলশানারা বেগম, সাং- হড়গ্রাম গুলজারবাগ, মোঃ সুজন (২৬), পিতা-মৃত মোত্তালেব, মাতা-শিরিনা বেগম, সাং-আদারিয়াপাড়া, উভয় থানা-কাশিয়াডাঙ্গা, জেলা-রাজশাহীদ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা অস্ত্র ব্যবসায়ী। তারা অবৈধ অস্ত্র ক্রয়ের জন্য রাজশাহী হতে শিবগঞ্জে আসলে র্যাবের চৌকষ দলের তৎপরতায় অস্ত্র লেনদেনের সময় র্যাবের আভিযানিক দল হাতেনাতে গ্রেফতার হয়।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।