22.1 C
Rajshahi
Wednesday, November 29, 2023
Advertismentspot_img

র‌্যাব-৫ এর অভিযানে ৫১০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃসিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ৯ জানুয়ারি ২০২৩ ইং তারিখ ৩:০০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সিএন্ডবি মোড়ে ব্র্যাক অফিসের সামনে হতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হেরোইন-৫১০ , কাঠের বাক্স- ১টি সহ মাদক ব্যবসায়ী মিঠুন দাস (২৬), পিতা-সুনীল দাস, মাতা-আদুরী দাস, সাং-বাঘা (চকনারায়নপুর) থানা-বাঘা, জেলা-রাজশাহী সাং-শিরল কলোনী ৩নং রোড, রাজশাহীকে গ্রেফতার করে।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত একজন মাদক ব্যবসায়। সে নিজেকে মুচি পরিচয়ে রাজশাহীতে বসবাস হলেও মাদক ব্যবসার জন্য গোদাগাড়ী এবং চাঁপাইনবাবগঞ্জ এলাকায় তার বেশ আনাগোনা পাওয়া যায়। মুচি পরিচয়ে সে কাঠের বাক্সের ভিতর অভিনব কায়দায় মাদক পাচার করে থাকে। এ সংক্রান্ত তথ্য এবং র‌্যাবের গোয়েন্দা দলের তৎপরতায় অভিনব কায়দায় হেরোইন পাচারকালে র‌্যাবের আভিযানিক দল কর্তৃক তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

রাজশাহী বিভাগ

Leave a Reply

সর্বশেষ খবর

- Advertisment -spot_img

সর্বাধিক জনপ্রিয়