Tuesday, May 30, 2023

রাজশাহীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

নিউজ রাজশাহী ডেস্কঃ রাজশাহীতে ফকির নামের ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।

সোমবার ৯ জানুয়ারি সন্ধ্যায় মহানগরীর তালাইমারী অক্টোর মোড় থেকে তাকে গ্রেফাতার করা হয়। সে মাদক নিয়ন্ত্রন দমন আইনের সাজাপ্রাপ্ত আসামী। সে মতিহার থানাধীন দক্ষিণ পাড়া মির্জাপুর এলাকার মৃত খলিলের ছেলে। আজ রাতে মতিহার থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় তিনি জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী ফকির একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন দমন আইনে মামলা ছিলো। সেই মামলার আদালত তাকে ১ বছরের কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে সে আত্মগোপণে চলে যায়।

গোপন সংবাদের ভিত্তিতে মতিহার থানার এসআই আমিনুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে আজ সন্ধ্যায় সাজাপ্রাপ্ত আসামী ফকিরকে মহানগরীর অক্টোর মোড় থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে গ্রেফতার পরবর্তী আইনগত ব্যবস্থ নেয়া হচ্ছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়