Friday, June 9, 2023

ভূঁয়া এপয়েন্টমেন্ট লেটারসহ প্রতারনা চক্রের মূলহোতাসহ ৩ জন আটক

আকাশ সরকারঃ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, একটি অপারেশন দল ১২ জানুয়ারি ২০২৩ ইং তারিখ ১২:০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া গ্রামস্থ মোড় এমকে নোমান (৫০) পিতা মৃত সাইফুদ্দিন এর মার্কেটের পশ্চিম পাশের কানসাট হতে চাঁপাইনবাগঞ্জগামী মহাসড়কের পাশের ফাঁকা জায়গার উপর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরী দেয়ার নামে প্রতারনা করে টাকা আদায় করায় প্রতারনা চক্রের মূলহোতা সহ প্রতারনা/দালাল চক্রের সদস্য মোঃ মাসুদ রানা (৪২), পিতা-মৃত ফিরোজুল ইসলাম, মাতা-মোছাঃ আসমা বেগম, সাং-মহারাজপুর মিনটোলা, মোঃ তহুরুল ইসলাম (৩৮), পিতা-মৃত আমজাদ মন্ডল, মাতা-মহকী বিবি, সাং-নিচুধুমি, মোঃ আব্দুর রাজ্জাক (৪৫), পিতা-মৃত দোস মোহাম্মদ, মাতা-মোছাঃ মনোয়ারা বেগম, সাং-লালাপাড়া, সর্ব ইউপি-মহারাজপুর, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জদের বাংলাদেশ সেনাবাহিনীতে (মালী) পদে ভর্তির ভূয়া নিয়োগপত্র ১ কপি, ভূয়া সীল -২ টি সহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন হতে প্রতারনা চক্রের সাথে সংঘবদ্ধভাবে চাকুরীর প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে। তাদের গ্রেফতারে র‌্যাবের একটি চৌকশ গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে কঠোর গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছিল।
একজন ভূক্ত ভোগীর আনুমানিক ৬ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগের ভিত্তিতে উক্ত প্রতারনা চক্রকে ভূয়া এপয়েন্টমেন্ট লেটার সহ গ্রেফতার করে।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়