Thursday, June 1, 2023

আরএমপি’র মাস্টার প্যারেড অনুষ্ঠিত

আকাশ সরকারআজ রবিবার সকাল ৯.০০ ঘটিকায় আরএমপি পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে মাস্টার প্যারেড। মাস্টার প্যারেডে সালাম গ্রহণ করেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়। প্যারেডে সালাম গ্রহণ শেষে পুলিশ কমিশনার মহোদয় আরএমপি’র অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি নিয়মিত প্যারেড অনুশীলন, ডিসিপ্লিন বজায় রাখা, সুশৃঙ্খল জীবন যাপন ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন-সহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

প্যারেড পরিচালনা করেন জনাব মো: সোহেল রানা, সহকারী পুলিশ কমিশনার (রাজপাড়া) ।

মাস্টার প্যারেডে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) জনাব সামসুন নাহার, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীন, আরএমপি’র ঊর্দ্ধতন কর্মকর্তাগণ-সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়