
আকাশ সরকারআজ রবিবার সকাল ৯.০০ ঘটিকায় আরএমপি পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে মাস্টার প্যারেড। মাস্টার প্যারেডে সালাম গ্রহণ করেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়। প্যারেডে সালাম গ্রহণ শেষে পুলিশ কমিশনার মহোদয় আরএমপি’র অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি নিয়মিত প্যারেড অনুশীলন, ডিসিপ্লিন বজায় রাখা, সুশৃঙ্খল জীবন যাপন ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন-সহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
প্যারেড পরিচালনা করেন জনাব মো: সোহেল রানা, সহকারী পুলিশ কমিশনার (রাজপাড়া) ।
মাস্টার প্যারেডে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) জনাব সামসুন নাহার, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীন, আরএমপি’র ঊর্দ্ধতন কর্মকর্তাগণ-সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।