Tuesday, May 30, 2023

৫৯ বিজিবির অভিযানে চৌকা সীমান্তে বিভিন্ন  বিড়ি,তামাক পাতা জব্দ

আকাশ সরকারঃ গোপন তথ্যের ভিত্তিতে ১৬ জানুয়ারি ২০২৩ তারিখ আনুমানিক রাত ৩ :০০ ঘটিকায় চৌকা বিওপির নায়েব সুবেদার শ্রী ধীরেন্দ্র নাথ সরকার এর নেতৃত্বে একটি টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৫ হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাড় চৌকা পুটির বীজ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪২৮৮ প্যাকেট পাতার বিড়ি, ২০৬৪ প্যাকেট কাগজের বিড়ি, ৪৪ বান্ডিল বিড়ির খালি প্যাকেট, ৫৪৯ কেজি বিড়ির মসলা, ০৪ কেজি তামাক পাতা এবং ২টি প্লাষ্টিক ড্রাম আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামাল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিবিজিএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়