
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
চলমান শীতে কাবু উত্তর জনপদের হিমালয় ঘেঁষা ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে গরীব অসহায় ও দুস্ত শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে অসহায় গরীব দুঃস্থ শীতার্তদের মাঝে শীত বস্ত্র(কম্বল) আনুষ্ঠানিক ভাবে বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ খাদেমুল ইসলাম সরকার ।
১৪ নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদের ৯ ওয়ার্ড়ের ২৭৫ টি গরীব অসহায় শীতার্ত দুঃস্থদের মাঝে এসব শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয় প্রত্যেক ওয়ার্ড়ের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণের মাধ্যমে। এসব শীত বস্তু (কম্বল) বিতরণে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউপি সচিব জাহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন রুহিয়া থানা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী, সাবেক দপ্তর সম্পাদক মোঃ কায়সার হোসেন, ইউপি সদস্য মোঃ তাহেরুল ইসলাম, সদস্য মোয়াজ্জেম হোসেন , মোঃ জাকির হোসেন, রবিন্দ্র নাথ, অজিত কুমার, ইউপি হিসাব সহকারী পঞ্চান্ন চন্দ্র, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম আলী প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্য মাণ্য ব্যক্তিবর্গ।