
নিউজ রাজশাহী ডেস্কঃ র্যাব-৫ এর নিয়মিত অভিযানে চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র, গুলি ও হেরোইন-সহ মোঃ তরিকুল ইসলাম (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতার মোঃ তরিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর থানার কোদালকাটি জেলেপাড়া গ্রামের আবু সাইদের ছেলে। সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে র্যাব-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, রবিবার বিকাল পৌনে ৫টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার কোদালকাটি জেলে পাড়ায় তরিকুলের বসত বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার ঘরে তল্লাশী চালিয়ে ১টি পিস্তল, ১টি পিস্তলের ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ১৫০ গ্রাম হেরোইন ও ২টি মোবাইল ফোন এবং মাদক বিক্রয়ের নগদ ৪৭,৯৫০/- টাকা জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদের গ্রেফতার তরিকুল অবৈধ অস্ত্র রেখে মাদক বিক্রয়ের কথা স্বীকার করে। এ ব্যপারে তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।
সোমবার সকালে তাকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানায় র্যাব-৫।