
রুহিয়া ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের শালবাগান দারুসুন্নাত নূরানী হাফেজীয়া একাডেমি এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে খড়ি বাড়ি শালবাগান এলাকায় মাদ্রাসা মাঠে মাদ্রাসাটিকে নতুন আঙ্গিকে প্রতিষ্ঠার জন্য এই মতবিনিময় সভার আয়োজন করে মাদ্রাসা পরিচালনা কমিটি।
আলহাজ্ব মোঃ মোজাহারুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নং রাজাগাঁও পরিষদের চেয়ারম্যান মো: খাদেমুল ইসলাম সরকার ।
এতে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, আব্দুল হাকিম জিহাদী।
মাওলানা মহিবুল্লাহর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য সাহাদাৎ হোসেন, সাবেক ইউপি সদস্য আরফান আলী, ব্যবসায়ি রশিদুল ইসলাম, মাওলানা আজাহার হোসেন, ব্যসায়ী আব্দুল বাছেদ,রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল বাছেদ, মাদ্রাসা প্রতিষ্ঠিাতা হামিদুর রহমান, বেলাল হোসেন, ব্যবসায়ি মুজাহারুল ইসলাম মুজা, তৈবুর রহমান, মোতাহার হোসেন হাফেজ মকবুল হোসেন, নজরুল ইসলাম প্রমূখ।
মতবিনিময় সভায় সমাজের বিত্তশালী ধর্মপ্রাণ মুসলমানেরা নগদ অর্থ এবং বিভিন্ন সরঞ্জাম দান করেন।