
নিউজ রাজশাহী ডেস্কঃ নওগাঁ থেকে আসা শোভন নামের এক ব্যক্তি রাজশাহী মহানগরীতে প্রকাশ্যে চালাচ্ছে মাদকের কারবার। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) প্রকাশ্যে গাঁজা সেবনের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে দিনের বেলায় শোভন খোলামেলা ভাবে প্রকাশ্যে কলকিতে গাঁজা সেবন করছে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে ফেসবুক ব্যবহারকারী শোভনকে গ্রেফতারের দাবি জানাচ্ছেন।
জানা গেছে, এই মাদক কারবারি শোভন নওগাঁ জেলার বাসিন্দা। রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুরে তার শ্বশুর বাড়ি। সেই সুবাদে লক্ষীপুর ও চন্ডিপুর এলাকা থেকে চালিয়ে যাচ্ছে মাদকের কারবার।
একাধিক স্থানীয়রা জানায়, ইয়াবা, গাঁজা ও হেরোইন শোভনের মূল ব্যবসা। এছাড়া সে মোবাইল ফোনে মাদকের অর্ডার নিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকে। কিন্তু মাদক কারবারে তার রয়েছে কুট কৌশল। আর কারনেই সে সব সময়ই থাকে ধরা ছোঁয়ার বাইরে।
এ ব্যপারে জানতে শোভনের মুঠোফোনে একাধিকবার ফোন দেয়া হলেও সে ফোন রিসিভ করে নি।
এবিষয়ে জানতে চাইলে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম সিদ্দিকুর রহমান জানান, বিষয়টি আমাদের জানা ছিলো না। তবে খুব শিঘ্রই তাকে আটক করা হবে বলেও জানান ওসি।