
কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার সদর প্রেসক্লাবের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। সদরের পিএমখালীর মাছুয়াখালী নুর মোহাম্মদ চৌধুরীর বাজারে ২১ জানুয়ারি শনিবার বিকালে এ কম্বল বিতরণ করা হয়। সদর প্রেসক্লাবে সভাপতি মাহবুবর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এম. বেদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর প্রেসক্লাবের সহ সভাপতি এম এ সাত্তার, পিএমখালীর সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ্ বিকম, খুরুশকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাবের,রেড ক্রিসেন্টের ইউনিয়ন সভাপতি পল্লী চিকিৎসক মোঃ হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক শহীদুল করিম শহীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সদর প্রেসক্লাবের উদ্যোগে সামাজিক সুরক্ষা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন এবং অসহায় নির্যাতিতদের পক্ষে কলম চালানো অব্যাহত থাকবে।