Sunday, September 24, 2023

অবশেষে মালয়োশিয়া উদ্বাার হওয়া ছেলটির পরিচয় পাওয়া গেছে

নিউজ রাজশাহী ডেস্কঃ অবশেষে উদ্বার হওয়া খালি কন্টেইনারে মালয়েশিয়ার কেলাং বন্দরে পাওয়া কিশোরের পরিচয় পাওয়া গেছে।

প্রথম পর্যায়ে এই কিশোরকে রোহিঙ্গা বলে ধারণা করা হলেও শারীরিক প্রতিবন্ধী রাতুল (১৪)২ মাস আগে বাড়ি থেকে হারিয়ে গিয়েছিল বলে জানিয়েছেন তার আত্মীয় স্বজনরা।

জানা গেছে,রাতুল কুমিল্লার জেলার ((মনোহরগঞ্জ উপজেলার সাতপুকুরিয়া)) এলাকার দিনমজুর মোঃ ফারুক মিয়া ছেলে।

দিনমজুর ফারুকের ৩ ছেলে। মোঃ রাতুল সবার বড়।
সে অন্যের জমিতে দিনমজুরের কাজ করে সংসার চলে ফারুকের পরিবারের।

রাজশাহী বিভাগ

Leave a Reply

সর্বশেষ খবর

সর্বাধিক জনপ্রিয়