
নিউজ রাজশাহী ডেস্কঃ আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র জনসভা সফল করার লক্ষ্যে শনিবার ২১ জানুয়ারি শহীদ এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত বিভাগীয় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান জনাব শেখ ফজলে শামস পরশ।
সভায় আওয়ামী লীগ ও যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।