Tuesday, May 30, 2023

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মাদ্রাসার ছাত্রদের মাঝে শীতের কম্বল বিতরণ 

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এর কর্মচারী ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মো. মাসুদ আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের শীতার্ত মানুষের পাশে রয়েছেন। প্রতিটি এলাকায় শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। সমাজের হতদরিদ্র মানুষের শীতের কষ্ট লাঘবে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, শীত অনেকের জন্য দূর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শীতে অভাবী মানুষের জন্য জরুরী হয়ে পড়ছে শীতবস্ত্রের। তাই সমাজের বিত্তবান ও মানবিকবোধ সম্পন্ন মানুষদের দূর্দশাগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো একান্ত প্রয়োজন।

২০ জানুয়ারী (শুক্রবার) দিনাজপুর শহরের উত্তর ফরিদপুর আল-আমীন হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ্ বোডিং ও এতিমখানার মাদ্রাসা প্রাঙ্গণে শীতার্ত মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র সার্বিক সহযোগিতায় মাদ্রাসার ছাত্রদের মাঝে শীতের কম্বল বিতরণকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুর-এর কর্মচারী ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মো. মাসুদ আলম এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মো. আবেদুর রহমান (মিরাজ), সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. এমদাদুল হক, মাহমুদা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মঞ্জুরুল আলম (মিন্জু), পুষ্পা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী জুবায়ের আহমেদ (চয়ন), মাদ্রাসার মহতামিম মাওঃ মো. আব্দুল ওয়াহাব, শিক্ষক মো. শাহজাহান, হাফেজ মো. আবু রায়হান, সমাজসেবক আমীন, সোহেল চৌধুরী, কামরুজ্জামান, বাবলু, অপু, রমজান প্রমুখ।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়