Tuesday, May 30, 2023

নবীগঞ্জে দিন দুপুরে একদল দূবৃত্তরা কবরস্থানের জায়গা থেকে বড় মেহগনি গাছ কেটে ফেলেছে! এ ঘটনায় এলাকার থমথমে অবস্থা বিরাজ করছে

নবীগঞ্জ প্রতিনিধিঃ-

সরেজমিনে গিয়ে দেখা ও জানাযায়, এ কেমন অমানবিক কান্ড! নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের আমুকোনা গ্রামের সরকারী পঞ্চায়েতি কবরস্থানের মেহগনি ৩টি গাছ কেটে ফেলেছে একই গ্রামের সিরাজ মিয়ার পুত্র কাদির মিয়া, আদিক মিয়া ও সাদিক মিয়া, আব্দুর রশিদ মিয়ার পুত্র মনু মিয়া গংরা মিলে গায়ের জুরে গাছ কেটে খন্ডখন্ড করে রেখে ডালপালা সাটাই করার এমন দৃশ্য পাওয়া গেছে। এতে গ্রামবাসী হতবাক হয়ে পড়েছেন। শাহপুর মৌজার এসএ জেল নং ১২৬, আর এস জেল নং ১২৯, দান নং ৩৯৪, ৪ শতক জায়গা দখন করে দিয়েছে ঐ দূবৃত্তরা। আরো ৪ শতক জায়গা ৬৭৬ দাগে মনু গংরা দখল করে বহাল তবিয়তে রয়েছে। এমনকি ৩৯৯ দাগে ৮ শতক জায়গা আদিক। এবং কবরস্থানের দাগ নং ৫৫৮। এসব জায়গা ঐ দূবৃত্তরা জোরপূর্বক দখল করে বসবাস করে আসতেছে। তাদের বিরুদ্ধে কারো সাহস হচ্ছে না প্রতিবাদ করার। এমনকি তারা কোন কিছুর তোয়াক্কা না করে কবরস্থানের উপর দুটি খড়ের ফেইন দাড় করে রেখেছে। এখানেও কি কবরস্থানের পবিত্রতা কি রক্ষা করা হচ্ছে? এমন প্রশ্ন সবার মূখে মূখে। অনেকেই বলেন, তারা এমন সাহস কোথায় থেকে পেল? যাহা প্রায় বিগত ৫শ বছর পূর্ব থেকে এই কবরস্থান বিদ্ধমান রয়েছে। এখানে এলাকার শতবছরের মুরব্বিদের কবর রয়েছে। কিন্তু তাদের পেশি শক্তির কারণে আশপাশের বিভিন্ন জায়গায় জমি জবর দখল করার অহরহ অভিযোগ পাওয়া গেছে। ভূক্তভোগী মানুষরা আরো জানান, তারা অচিরেই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করবেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট ভূমি কমকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করছেন। কিন্তু সরেজমিনে গিয়ে গাছ কর্তনকারী কাউকে খুজে পাওয়া যায়নি। এবং তাদের কোন বক্তব্যও পাওয়া যায়নি।

প্রেরক
বুলবুল আহমেদ
নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি
মোবাইল নং ০১৭১৬৭৯৬৩৯৮
তারিখঃ- ২৩.০১.২০২৩ইংরেজী

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়