Tuesday, May 30, 2023

প্রাচীন যুগে চীনারা বহিঃশত্রুর আক্রমন থেকে নিরাপদে থাকতে গ্রেটওয়াল নির্মাণ করেছিল।

কপিরাইটঃ এম এ রহমান

গ্রেটওয়ালের দেয়াল এত উঁচু করা হয়েছিল যাতে
শত্রুরা দেয়াল টপকিয়ে চীন আক্রমন করতে না পারে।
ইন্টারেস্টিং বিষয় হলো,
গ্রেটওয়াল নির্মাণের প্রথম একশো বছরের মাথায়
চীনারা তিন বার বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হয়।
আরো আশ্চর্যের বিষয় হলো,
কোনোবারই আক্রমণকারীদের দেয়াল টপকাতে
বা দেয়াল ভাঙতে হয় নি।
কারণ প্রতিবারই তারা পাহারারত দেয়াল-রক্ষীদের ঘুষ দিয়ে
মূল গেট দিয়েই চীনে ঢুকে পড়ে।
চীনারা মজবুত দেয়াল তৈরি করেছিল বটে,
কিন্তু পাহারাদার দেয়ালরক্ষীদের চরিত্র মজবুত করেনি,
ফলে আক্রমন থেকে নিজেদের বাঁচাতে পারে নি।
.
আমাদের অবস্থাও আজ তাই।
আমরা দেয়াল নির্মান করে চলছি,
কিন্তু দেয়াল পাহারাদারকে চরিত্র নির্মান করি নি।
তাইতো, আজ শিক্ষার হার বেড়েছে,
কিন্তু মানবতা, মানবিক মূল্যবোধ, মনুষ্বত্ব বাড়ে নি।
.
আপনি কোন জাতিসভ্যতাকে ধ্বংস করে দিতে চাইলে
জাস্ট তিনটি কাজ করুন,
(ক) পরিবার ও পারিবারিক গঠন ধ্বংস করে দিন
(খ) শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিন
(গ) তরুণ সমাজকে আদর্শচ্যুত করে দিন

ব্যস, আর কিছুই করতে হবে না।
এবার সব আপনার নির্দেশে চলবে।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়