Tuesday, May 30, 2023

লালপুরে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে গলা ফাঁস দিয়ে আশরাফুল ইসলাম (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের বড় বিলশলিয়া গ্রামে এঘটনা ঘটে। মৃত আশরাফুল একই এলাকার আব্দুস সালামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বিয়ে হয়েছে আশরাফুলের। রাতে স্ত্রীর সাথে মনমালিন্য হওয়ায় সবার অজান্তে নিজ ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন তাৎক্ষণিক টের পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়