স্টাফ রিপোর্টারঃ ডোমার থানা পুলিশের আয়োজনে নৈশ প্রহরীদের মাঝে কম্বল বিতরণডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমারে থানা পুলিশের আয়োজনে ডোমার থানা এলাকার বিভিন্ন হাট- বাজারে কর্তব্যরত নৈশ প্রহরীগনের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ২৪ জানুয়ারি রাতে উপজেলার ৪টি ইউনিয়ন ডোমার সদর, বোড়াগাড়ী, জোড়াবাড়ী এবং গোমনাতী ইউনিয়নের হাট-বাজারে কর্তব্যরত ৩০ জন নৈশ প্রহরীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার ডোমার সার্কেল আলী মোহাম্মদ আবদুল্লাহ, এবং ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী সহ সঙ্গীয় ফোর্স।
এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী বলেন, উপজেলার দশটি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে কর্তব্যরত নৈশ প্রহরীদের সকলের মাঝে কম্বল বিতরণ করা হবে। গতরাতে ৪ টি ইউনিয়নে বিতরণ করা হয়েছে এবং আজকে রাতেও আমাদের কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে
সম্পাদক ও প্রকাশক: মোঃ সারোয়ার জাহান বিপ্লব কর্তৃক বাসা নং: ০২৪৪/০৩, ওয়ার্ড নং: ১৯, ছোট বনগ্রাম, চন্দ্রিমা, রাজশাহী, বাংলাদেশ থেকে প্রকাশিত।