Monday, October 2, 2023
AdvertismentGoogle search engineGoogle search engine

রাজশাহীর দুর্গাপুরে লক্ষাধকি টাকা ছিনতাই আহত ১

দুর্গাপুর সমিতঃ রাজশাহী দুর্গাপুর থানায় গত মঙ্গলবার সন্ধ্যায় ৬ টার সময় ছনিতাইয়রে ঘটনা ঘটে। ভুক্তভোগী সুত্রে জানা যায় হাববিুর !(২৬) নামরে এক ব্যক্তি মোটরসাইকলে যোগে পান বররে টাকা দতিে যাচ্ছলিনে দুর্গাপুর বাছরেরে মোড় থকেে ৬ নং মাড়য়িা ইউনয়িনরে হোজা নামক স্থান এলাকায়। যাওয়ার পথে কয়েকজন দুস্কাতিকারি

গতিরধ করে পছেন থকেে অর্তকিত ভাবে ছনিতাইকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং তার কাছে থাকা লক্ষ্যধীক টাকা নিয়ে পালয়িে যায় ।
এতে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়ছে।

এ সময় হাববিুর নির্যাতনের কথা নিজেই বর্ননা করে বলনে যে তাকে সরিষা ক্ষেতে মুখ হাত পা বেঁধে শারীরকি নির্জাতন করতে থাকনে র্দুবত্তরা তার পর মোবাইল মোটর সাইকলে ফলেে রখেে আমার কাছে থাকা প্রায় ১ লক্ষ ৭৫ হাজার টাকা ছিনতাইকারীরা নয়িে পালয়িে যায়

এলাকাবাসি এমন পড়ে থাকা আহত হাববিুর কে দেখতে পেয়ে তাকে উদ্দার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে র্ভতি করনে ।

এবিসয়ে র্দূগাপুর থানার ওসি নাজমুল হকরে কাছে মুঠো ফোনে রে ঘটনা জানতে চাইলে বলনে এখনো কোন এমন ছিনতায়রে অভযিোগ পায়নি কেও যদি অভিযোগ করে তদন্ত সাপক্ষেে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে ।

রাজশাহী বিভাগ

Leave a Reply

সর্বশেষ খবর

সর্বাধিক জনপ্রিয়