Sunday, September 24, 2023

র‌্যাব-৬ এর অভিযানে যশোর হতে ২০৪৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ 

স্টাফ রিপোর্টার খুলনাঃ এরই ধারাবাহিকতায় অদ্য ২৫ জানুয়ারি ২০২৩ তারিখ র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন নারী মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট চট্টগ্রাম থেকে বহন করে বিক্রয় করার উদ্দেশ্যে বাসযোগে যশোর আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য একই তারিখ আনুমানিক ০৬.৪৫ ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন মনিহার মোড় এলাকায় আভিযান পরিচালনা করে আসামী ১। অনন্যা ইসলাম (৪২), থানা-মাগুরাা সদর, জেলা-মাগুরা, বর্তমান ঠিকানা থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর’কে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ২০৪৫ (দুই হাজার পঁয়তাল্লিশ) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

রাজশাহী বিভাগ

Leave a Reply

সর্বশেষ খবর

সর্বাধিক জনপ্রিয়