10.1 C
New York
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
spot_imgspot_imgspot_imgspot_img

মণিরামপুরে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি কে আটক করলো পুলিশ

মোঃ তহিদুল ইসলামযশোরঃ যশোর মণিরামপুর উপজেলা চন্ডিপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে, ১০ জুয়াড়ি কে আটক করেছে মণিরামপুর থানা পুলিশ।থানা সূত্রে জানা যাই গত মঙ্গলবার রাতে মণিরামপুর সার্কেল আশেক সোজা মামুন ও মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানের নির্দেশে

এসআই আঃ হান্নান, এসআই আবুবকর, এসআই পারভেজ,চন্ডিপুর গ্রামের ইউপি সদস্য মাহাবুর রহমানের নিজ বাড়িতে অভিযান চালিয়ে, ৫ লক্ষ ৮৫ হাজার নগত টাকা সহ ১০ জুয়াড়ি আটক করি।
আটককৃত আসামি,মোঃ আব্দুস সালাম (৪০)পিতাঃ ইয়ামিন দফাদার, সাং হানুয়ার মণিরামপুর, যশোর।
মোঃ মাহমুদুর রহমান লিটন(৩০)
পিতা মোহাম্মদ মহাসিন দফাদার সাং ঝাওডাঙ্গা,মদনপুর
থানা সদর, সাতক্ষীরা।স্নেহ চন্দ্র রায় (৩৮)পিতা নরেশ রায়
সাং নিরালা, বুনারাবাদ
থানাঃ বাঁধিয়া ঘাটা,খুলনা।
মোঃ রবিউল ইসলাম(৫৩)
পিতা মৃতঃ জামাত আলী
সাং পুরাতন কসবা পালবাড়ি,
থানাঃ সদর, যশোর।মোঃ শহীদ বিশ্বাস(৩০)পিতা মোঃ মুজাহার বিশ্বাস,সাং পাগলাদাহ,থানা সদর, যশোর।মোঃ রফিকুল ইসলাম (৪৯)পিতা মৃত ইব্রাহীম গাজি,সাং কলা টুপি, থানা কলারোয়া, সাতক্ষীরা।মোঃ সোহাগ হোসেন(৩২)পিতা মৃতঃ নুর ইসলাম সাং,যাফরনগর,থানা,
ঝিকরগাছা, যশোর।
মোঃ মাহাবুর (৪০)পিতাঃ মৃত মোতলেব সরদার
সাং চন্ডিপুর,মণিরামপুর, যশোর।মোঃ আঃ হামিদ সরদার (৪৮)পিতা মৃত রুস্তম আলী সরদার,চন্ডিপুর, মণিরামপুর, যশোর।রিপনুজ্জামান (৪২)
পিতা মো মুজিবুর রহমান
সাং মোহনপুর, মণিরামপুর, যশোর।মনিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান গণমাধ্যম কর্মীদের জানায়, আমরা জানতে পারি, দীর্ঘ দিন যাবত, চন্ডিপুর গ্রাম সহ বেশ কয়েক জাইগাই,জুয়ার বোর্ড বসিয়ে আসছিল।আমরা গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে, চন্ডিপুর গ্রামে অভিযান চালিয়ে, ১০ জন জুয়াড়ি,সহ ৫ লক্ষ ৮৫ হাজার টাকা উদ্ধার করতে পেরেছি।পৃথক দুটি মামলা করা হয়েছে ,আসামিদের যশোর আদালতে পাঠানো হয়েছে।মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান আরো বলেন মাদক,ও জুয়াড়ি,সন্ত্রাস, নির্মুল করার লক্ষে আমাদের অভিযান চলমান থাকবে।

spot_imgspot_imgspot_imgspot_img
আজকের রাজশাহী
spot_imgspot_imgspot_imgspot_img

বিনোদন

- Advertisment -spot_img

বিশেষ প্রতিবেদন

error: Content is protected !!

Discover more from News Rajshahi 24

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading