Friday, June 2, 2023

বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ চলমান শীতে কাবু উত্তর জনপদের হিমালয় ঘেঁষা ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন ৬ টি ইউনিয়নের গরীব অসহায়, দুস্ত ও ভূমিহীন শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন রুহিয়া থানা কমিটির উদ্যোগে ১ নং রুহিয়া ইউনিয়ন, ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন, ২ নং আখানগড় ইউনিয়ন, ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন ও ২২ নং সেনুয়া ইউনিয়নের ২৫০ জন অসহায় গরীব দুঃস্থ শীতার্তদের মাঝে শীত বস্ত্র(কম্বল) বিতরণ করেন।

আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীত বস্ত্র বিতরণ করেন মোঃ সাহেদুল ইসলাম(সাহেদ)
মিনিষ্টার এন্ড ডেপুটি কনসাল জেনারেল,বাংলাদেশ কনস্যুলেট দুবাই। বাংলাদেশ ভূমিহীন আন্দোলন রুহিয়া থানা কমিটির সভাপতি প্রফুল্ল কুমার বর্মনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কুদরত আলীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহসভাপতি রওশন পারভেজ, ২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাদেমুল ইসলাম সরকার , ঢোলারহাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান সিমান্ত কুমার বর্মন নির্মল, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন রুহিয়া থানা কমিটির সহ সাধারণ সম্পাদক কায়সার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের জিলানী, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান আকাশ, ১ নং রুহিয়া ইউনিয়ন কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম, ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন কমিটির সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ইব্রাহিম জামান, ২ নং আখানগড় ইউনিয়ন কমিটির সভাপতি পুনেন্দ্র নাথ রায়, সাধারণ সম্পাদক রুবেল রানা, ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন কমিটির সভাপতি নৃপেন্দ্রনাথ ঝ্যাঁ, সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী,২১ নং ঢোলারহাট ইউনিয়ন কমিটির সভাপতি অধ্যক্ষ নিরঞ্জন রায়, ২২ নং সেনুয়া ইউনিয়ন কমিটির সভাপতি আব্দুল বাছেদ, সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, ২১ নং ঢোলারহাট ইউনিয়ন কমিটির সহ সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ইমান আলী, ইউপি সদস্য সুজন ইসলাম প্রমূখ।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়