16.4 C
New York
সোমবার, এপ্রিল ১৫, ২০২৪
spot_imgspot_imgspot_imgspot_img

বিরামপুরে ৪১ লক্ষ টাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টেকসই পরিবেশ বান্ধব উঁচু-নিচু বেঞ্চ এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়িত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসুচির আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরে আজ উপজেলার ক্ষৃদ্র নৃ-গোষ্ঠী ছাত্রীদের বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ক্ষৃদ্র নৃ-গোষ্ঠী ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ করেন প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি)।

উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যানদ্বয় ক্রমানুসারে উম্মে কুলসুম বানু, মেজবাউল ইসলাম মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু ও নাড়ু গোপাল কুন্ডু, ডেভেলপমেন্ট ফ্যাসিলিপাপোর (ইউডিএফ) সমর সেন, প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার জানান, আজ উপজেলার ক্ষৃদ্র নৃ-গোষ্ঠী ছাত্রীদের মাঝে ৪০টি বাইসাইকেল এবং ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬১৪ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়েছে।

এসময় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসার প্রধানগণ, উপজেলা ও ইউনিয়ন আ,লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ, সুধীজন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

spot_imgspot_imgspot_imgspot_img
আজকের রাজশাহী
spot_imgspot_imgspot_imgspot_img

বিনোদন

- Advertisment -spot_img

বিশেষ প্রতিবেদন

Discover more from News Rajshahi 24

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading