Friday, June 2, 2023

রাজশাহীতে ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস পালিত

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নগরীর হোটেল এক্স এ অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহীস্থ ভারতের সহকারী হাই কমিশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানের শুরুতে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমারকে ভারতের প্রজতন্ত্র দিবস উপলক্ষ্যে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

অনুষ্ঠানে সংসদ সদস্যগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে সঙ্গীত পরিবেশন, নৃত্য ও নৈশভোজের আয়োজন করা হয়।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়