Tuesday, June 6, 2023

রবিবার রাজশাহীতে ২৫টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার (২৯ জানুয়ারি) রাজশাহী মহানগরীসহ জেলায় ১ হাজার ৩১৭ কোটি টাকার ২৫টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। এসময় রাজশাহী নগরী ও জেলার নতুন তথ্য ভবন কমপ্লেক্সসহ ৩৭৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ছয়টি নতুন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানা গেছে।

সম্প্রতি সমাপ্ত উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে- মোহনপুর রেলক্রসিংয়ে ফ্লাইওভার, রাজশাহী পুলিশ সদর দপ্তর ভবন, রাজশাহী সিভিল সার্জন অফিস ভবন, শেখ রাসেল শিশু পার্ক, রাজশাহী সরকারি বালিকা কলেজের ছাত্রীদের জন্য ছয় তলা ভিত্তি বিশিষ্ট দোতলা হোস্টেল, রাজশাহীতে পাঁচ তলা একাডেমিক ভবন। চারঘাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বহুমুখী ভবন, রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলায় পদ্মা নদী রক্ষা বাঁধ, চারঘাট ও বাঘা উপজেলায় পদ্মা নদী ড্রেজিংয়ের মাধ্যমে ভূমি পুনরুদ্ধার ও বর্ধিত নৌচলাচল।

প্রকল্পগুলো উদ্বোধন শেষে বিকেলে রাজশাহী মাদ্রাসা মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

সারদা পুলিশ ট্রেনিং একাডেমিতে ৩৮তম বিসিএস পুলিশ ক্যাডারের প্রবেশনারি সহকারী পুলিশ সুপারদের পাসিং আউট প্যারেডে যোগ দিয়ে রাজশাহী সফর শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, বিসিএস পুলিশ ক্যাডারের ৩৮তম ব্যাচের মোট ৯৭ জন এএসপি সারদা পুলিশ একাডেমিতে বছরব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়