6.7 C
New York
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
spot_imgspot_imgspot_imgspot_img

রাজশাহীর মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী’র জনসভা উপলক্ষ্যে যানবাহন চলাচলে ট্র্যাফিক নির্দেশসমূহ

নিজস্ব প্রতিবেদকঃ আগামীকাল ২৯ জনুয়ারি ২০২৩ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী’র মাদ্রাসা মাঠে জনসভা উপলক্ষ্যে যানবাহন চলাচলে নির্দেশ প্রদান করেছে আরএমপি ট্র্যাফিক বিভাগ।

নির্দেশসমূহ:
১। মাননীয় মন্ত্রী, এমপি এবং সিনিয়র নেতৃবৃন্দের ব্যক্তিগত গাড়িগুলি সার্কিট হাউজ রোড হয়ে শিমলা পার্কের বামে মোড় নিয়ে সীমান্ত অবকাশ হয়ে পুলিশ অফিসার্স মেসের ভিতরে ইউটার্ন করে পুনরায় সার্কিট হাউজের পিছনে কালেক্টরেট মাঠে পার্কিং এবং ঘোষপাড়া উত্তর পার্শ্বে কলাবাগান রোড হয়ে ডা. রাজীব চত্ত্বর পর্যন্ত এক লেনে পার্কিং হবে;

২। পাবনা, নাটোর, সিরাজগঞ্জ এবং রাজশাহী জেলার বাঘা, চারঘাট, পুঠিয়া, দুর্গাপুরগামী সকল যানবাহন স্বচ্ছ টাওয়ার হয়ে সাগরপাড়া বটতলা হয়ে রানীবাজার ঢপকল পর্যন্ত পার্কিং হবে ;

৩। বগুড়া, নওগাঁ, জয়পুরহাট জেলাগামী এবং পবা, মোহনপুর, বাগমারাসহ থানাগামী সব যানবাহন আমচত্ত্বর হয়ে সিটি হাট বামে মোড় নিয়ে ডাবতলা রোড হয়ে তেরখাদিয়া শহিদ কামারুজ্জামান স্টেডিয়াম এবং মহিলা ক্রীড়া কমপ্লেক্স-এ পার্কিং করবে;

৪। চাঁপাইনবাবগঞ্জ জেলা ও গোদাগাড়ী থানাগামী সকল যানবাহন কাশিয়াডাঙ্গা হয়ে লিলি সিনেমা হল ডানে মোড়, কোর্ট স্টেশন হয়ে বামে মোড়, বহরমপুর ঐতিহ্য চত্ত্বর (ঘোড়াচত্ত্বর) পর্যন্ত এক লেনে পার্কিং হবে;

৫। নৌপথ রুট :
ক। চাঁপাইনবাবঞ্জ জেলা ও গোদাগাড়ী থানা এলাকার সকল নৌযান বঙ্গবন্ধু হাইটেক পার্ক সংলগ্ন বসড়ী আইবাঁধ ঘাটে থামবে ;
খ। লালপুর, বাঘা, চারঘাট থানা এলাকার সকল নৌযান লালনশাহ মুক্তমঞ্চ নদীর ঘাটে থামবে;

উপরিউক্ত নির্দেশসমূহ সকলকে মেনে চলার অনুরোধ করা হলো।

spot_imgspot_imgspot_imgspot_img
আজকের রাজশাহী
spot_imgspot_imgspot_imgspot_img

বিনোদন

- Advertisment -spot_img

বিশেষ প্রতিবেদন

error: Content is protected !!

Discover more from News Rajshahi 24

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading